• খুলনা বিভাগ

    যশোরে ট্রাকের মুখোমুখি ধাক্কায় আহত-৪

      প্রতিনিধি ২১ মার্চ ২০২২ , ৮:৪৩:৫৬ প্রিন্ট সংস্করণ

    প্রণব মন্ডল-অভয়নগর (যশোর) প্রতিনিধি:

    যশোরের অভয়নগরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন।ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার বেতার নামক স্হানে যশোর খুলনা মহাসড়কে ।যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী ঢাকামেট্রো ট-১৮২৫৪৭ ট্রাকটি পাথর বোঝাই নিয়ে নওয়াপাড়া বেতারে যশোর খুলনা মহাসড়কে পৌছালে শিল্প শহর নওয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া যশোরগামী ট্রাক যশোর ট ১১৩৯৪৫ ট্রাকটি সামনে থেকে সজ্জরে ধাক্কা দেয়।এতে ঢাকা মেট্রো ট-১৮২৫৪৭ পাথর বোঝাই নিয়ন্ত্রন হারিয়ে পাশে তাকে ব্যাটারিচালিত ভানকে চাপা দেয় ।এতে ভ্যানে থাকা ড্রাইভারাহ যাত্রীরা আহত হন।স্হানীয়রা তাদের উদ্বার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতদের অবস্হা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা কলেজ হাসপাতালে স্হানান্তর করে।আহতরা হলেন,উপজেলার লক্ষ্নীপুরের নজরুল (৪০),আমডাঙ্গার সিরাজ ,যশোর চৌগাছার রাজিব ,ঘুনি পদ্নবিলের সাইফুল রহমান(৬০)।

    এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশের উপ পরিদর্শক এস আই শাহ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ১১ টার সময় যাই ,প্রাথমিকভাবে সেখানে গিয়ে জানতে পারি,নওয়াপাড়া যশোর ট-১১৩৯৪৫ ট্রাক এলোমেলো চলাকালীন সময় ঢাকামেট্রো ট-১৮২৫৪৭ পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশে থাকা চলতি ব্যাটারিচালিত ভানকপ চাপা দেয়।এতে আহত হন চার জন।আমরা উভয় ট্রাককে আটক করেছি কিন্তু ড্রাইভার ও হেল্পার কাউকে খুজে পাই নি।তবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে। এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয় নাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ