প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৪:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ
নিউজ রুম:
যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের ১২ তলা রাহাত টাওয়ার ভবনের ১১ তলায় আগুন লাগে। অফিসে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসিসহ এখানে বিজয় টেলিভিশনেরও সেন্টার আছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।