প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৩:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্কঃ
জোড়া সুসংবাদ ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে। এবার যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো জানান, ফের অন্তঃসত্ত্বা তার দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেস। আর এবার জোড়া সন্তানের জন্ম দিতে চলেছেন জর্জিনা।
ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ- তোমাদের দেখা পেতে তর সইছে না। ‘
পর্তুগিজ ফুটবলের ‘যুবরাজ’ রোনালদো এখন পর্যন্ত চার সন্তানের জনক। তার প্রথম সন্তান রোনালদো জুনিয়র সবার বড়, যার মাতৃপরিচয় প্রকাশ্যে আনেননি রোনালদো।
এরপর সারোগেসির মাধ্যমে এভা ও মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন তিনি। সর্বশেষ ২০১৭ সালে রোনালদো-জর্জিনা জুটির প্রথম সন্তান আলানা জন্ম নেয়। আর এবার ফের যমজ সন্তানের আগমনের অপেক্ষায় এই তারকা জুটি।