• Uncategorized

    যদি পাই তারে-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৭:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- যদি পাই তারে
    লেখকঃ শিহাব আহম্মেদ

    আমার হৃদয়ের বাগান জুড়ে প্রভু
    কত ভালোবাসা লুকোচুরি করে
    মানুষের দেয়া আঘাত কখনো কভূ
    সবরের রাজত্বে কান্ডারী করেছে,
    নিয়তির সব জীবনের গদ্য হয়েছে!

    জীবনের কোলাহল ছেড়ে যেতে হবে
    আঁধারে তরী আজ ডুবু ডুবু করে রে
    আরাধনার বাতি যে নিবু নিবু করে রে
    জ্বলবে কী গো আলোর বাতি কবরে?
    আল্লাহ্ দয়া করে যদি দেও  নসিবে।

    ভয়ের মাঝে আজ যে কাটেরে প্রহর
    ছেড়ে যেতে হবে এই জলসার আসর!
    আল্লাহ তোমার ভালবাসায় যেনো ঠাঁই
    আল্লাহ তোমার আশ্রয় যে জীবনে পাই
    মৃত্যুর আঙিনাতেও তোমার ভরসা চাই।

    ক্ষমা করো গো প্রভু ক্ষমা করো মোরে
    আমার যা প্রয়োজন দিয়েছো মিটায়ে
    ক্ষুধায় অন্ন সে তো আমার নয় নগণ্য
    তোমার দানে প্রভু আমি যে হলাম ধন্য!
    ক্ষমা পাই যদি শেষ বিচার হবে অনন্য!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ