• Uncategorized

    ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-পালিত।

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১১:২০:১১ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহ:

    “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ (১৯ নভেম্বর) রোজঃ বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২০ইং।

    জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি‌।

    এ সময় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ব্যারিস্টার মোঃ হারুন অর-রশিদ বিপিএম ও ময়মনসিংহ জেলা প্রশাসক ডিসি মোঃ মিজানুর রহমান।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ উদযাপিত হবে বলে জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ