প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৪:১১:৪৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের একটি জনপ্রিয় “দৈনিক আমাদের কন্ঠ” ১৩ শেষ করে ১৪ তে পর্দাপণ করলো।দেশব্যাপী কর্মসূচির অংশহিসাবে ময়মনসিংহের গ্রীণপার্ক রেস্টুরেন্টে মসিক মেয়র- ইকরামুল হক টিটু’র উপস্থিতিতে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় অন্যান্যদের সাথে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম (সজল), শাহাদাত হোসেন (শাওন), সাধারণ সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, খুলনা বিভাগ, খাইরুল আলম (রফিক), ক্রাইম চিফ রিপোর্টার,দৈনিক আমাদের কন্ঠ, ইদ্রিস খান, সম্পাদক ও প্রকাশক ময়মনসিংহ প্রতিদিন।
এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাংবাদিক এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিতি অনুষ্ঠানের প্রান চাঞ্চল্যতা বহুগুণে বাড়িয়ে দেয়।উপস্থিত সুধিবৃন্দ দৈনিক আমাদের কন্ঠের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।