প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৮:৩৭:২৩ প্রিন্ট সংস্করণ
ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা’র উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা।শনিবার(০৯ জানুয়ারি) সকাল :১০.০০ ঘটিকায় আলী আহম্মদ মৈশান মর্ডাণ স্কুল মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি:জনাব আখলাক হায়দার(উপজেলা চেয়ারম্যান, বুড়িচং উপজেলা পরিষদ),বিশেষ অতিথি:জনাব এডভোকেট লালন হায়দার(চেয়ারম্যান, ৬নং আর্দশ ইউনিয়ন পরিষদ),জনাব এডভোকেট দিদারুল আলম(আইন বিষয়ক সাংবাদিক,বাসস,উপদেষ্টা-ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা),জনাব মো.আবুল বাসার(মেম্বার,০৯নং ওর্য়াড,ময়নামতি ইউনিয়ন পরিষদ),সভাপতিত্ব করেন :জনাব মো.শফিউল আলম রিপন(ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,ইতালি প্রবাসী,সভাপতি-ময়নামতি প্রবাসী কল্যান সংস্থা।প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।