• Uncategorized

    ময়নামতিতে মরহুম আবুল বাসার চেয়ারম্যান ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৩:২৮:২৫ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ,বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লার ঐত্যিহবাহী স্থান ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বাসার চেয়ারম্যান ফ্রিজ কাপ টুর্নামেন্ট-২০২০ ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়।

    উক্ত ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট আব্দুল মতিন খসরু(এমপি,কুমিল্লা-০৫ প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ।সাবেক সফল আইনমন্ত্রী),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট হাসেম খাঁন(সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ,বুড়িচং উপজেলা শাখা), জনাব আখলাক হায়দার চেয়ারম্যান (বুড়িচং উপজেলা  পরিষদ ও সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,বুড়িচং উপজেলা শাখা), জনাব হাজী তারেক হায়দার(সদস্য,কুমিল্লা জেলা পরিষদ)।

    এবং খেলায় সভাপতিত্ব করেন জনাব লালন হায়দার চেয়ারম্যান(৬নং ময়নামতি আর্দশ ইউনিয়ন পরিষদ)।

    উক্ত খেলাটি দুপুর ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

    ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহন করে আকাবপুর মামুন একাদশ বনাম সমেষপুর একাদশ।

    ফাইনাল খেলায় সমেষপুর একাদশকে ০-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন আকাবপুর মামুন একাদশ।

    ফাইনাল খেলা শেষে বিজয়ীদল আকাবপুর মামুন একাদশ এর খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন জনাব এডভোকেট আব্দুল মতিন খসরু(এমপি,কুমিল্লা-০৫ প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ,সাবেক আইনমন্ত্রী)।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ