দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধান:
মৌলভীবাজার জেলা শহরে করোনা বাইরাস কে সাধারন মানুষ মানছেন না লকডাউন,মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে রোজার কেনাকাটা করতে গিয়ে মানুষের ঢ্ল নেমে আসে মৌলভীবাজার জেলা শহরে। আজকে দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা এম সাইফুর রহমান রোডে গাড়ী এবং রিক্সার এত জাম ছিল যা আগে কার সময়ের তুলনায় তিনগুন বেশি চোখে পড়ে, সাধারন মানুষের মনে প্রথম রামাদান থেকে সরকারের কটুর নিদেশ লকডাউন চলবে কড়াকড়ি ভাবে,তাই পুরা মাসের খরচ নিতে মানুষ জেলা শহরে উপড়ে পড়া ভিড় চোখে পড়ে।
সাধারন মানুষের এটা মনে করে সরকার যেভাবে লকডাউন দিচ্ছে আগামী কিছু পাবে কি না তা বুঝতে পারছে না,তবে লকডাউন শুধু জেলা শহরে চোখে পড়ে, বাকি উপজেলা গুলোতে গ্রামের বাজার গুলোতে রাত ১১ পযন্ত দোকান পাঠ খোলা রাখিয়া নিয়মিত বেছাকেনা চলছে।মৌলভীবাজার জেলায় বাংলাদেশের মাঝে করোনা বাইরাস প্রথম স্তানে থাকলে ও সাধারন মানুষ সচেতন না থাকায় করোনা আরও বাড়বে বলে গুনিজনের আশংকা করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.