• Uncategorized

    মৌলভীবাজার জেলায় গত ১ তারিখ থেকে সন্দ্যা ৭ ঘটিকায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্দ করে দিছে প্রশাসন। 

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২১ , ১:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলায় করোনা বাইরাস মহামারি প্রথম স্তানে বেপক হারে  ছড়িয়েছে তাই মৌলভীবাজার জেলা প্রশাসক, মৌলভীবাজার সদর হাসপাতালে  সিবিলসাজন সহ পুলিশ সুপার মহোদয় ও মৌলভীবাজার পৌরসভা মেয়র মিলিত হয়ে এই সিদান্ত নেন,সারা বাংলাদেশে করোনা বাইরাস মহামারি প্রথম স্তানে মৌলভীবাজার জেলা থাকায় এই সিদ্ধান্ত নিচে প্রশাসন, এবং আগামী ৫ এপ্রিল সোমবার থেকে মৌলভীবাজার সহ ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা দেন পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এই লকডাউন চলাকালে সেবামুলক প্রতিষ্ঠান খুলা থাকবে বাকি সব প্রতিষ্ঠান বন্দ্ব রাখার ঘোষণা দেন।

    আরও খবর

    ফেন্সিডিল উদ্ধার-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    সুজানগর হাটখালীতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহমেদ খান।

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৬

    জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই গ্রুপের উদ্যোগে সাধারন জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মেয়র মিজান।

    আর এমপির মিডিয়া শাখার দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম

                       

    জনপ্রিয় সংবাদ