প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ১২:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের জুড়ী সাগরনাল চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দা’র কোপে মনাপাশী(২০) নামে এক রাখাল যুবক নিহত।
আজ মঙ্গলবার (২৩শে ) বিকেল সাড়ে ৫ টায় সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে ৩ নং সেকশনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরনাল চা বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী(২০) মঙ্গলবার বিকালে ৩ নং সেকশনে গরু ছেড়ে দেয়। সেকশনের ভিতরে গরু চড়ানো নিষেধ এবং সেটা প্রতিহত করার জন্য ১ নং নতুনটিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র বাগানের পাহারাদার( বাঘাল) অমরজিৎ পানিকা (২২) গরু রাখাল মনা পাশী কে বাধা দেয়ার এক পর্যায়ে গালাগালি গালাজ শুরু হয়। শেষ পর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের বেড়ে গিয়ে পানিকার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দা দিয়ে মনার গলায় বেশ কয়েকটি কুপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার খবর পেয়ে সাথে সাথে বাগানে আসছি।আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।