প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ২:১৬:৩০ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার।
কুলাউড়া থানার এসআই মোঃ শাহিন হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর(৩০)কে গ্রেফতার করে।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর নির্দেশে এসআই মোঃ শাহিন হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানার ০৬নং কাদিপুর ইউনিয়নের অন্তর্গত কৌলারশি গ্রামের মৃত মাওলানা আতাউর রহমান (মনছব উল্ল্যা) ছেলে আবু বক্কর (৩০) কে গ্রেফতার করে।
গতকাল (০৮মার্চ) রাতে তার বাড়ীর সামনের পাঁকা রাস্তা থেকে মাদক বিক্রির সময় আটক করা হয়।
তখন সাক্ষীদের সম্মুখে আসামীর পরিহিত থ্রি-কোয়াটার প্যান্টের বাম পকেট হইতে একটি কালো রংয়ের পলিথিনের প্যাকেটর ভিতর গোলাপী রংয়ের ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এব্যাপারে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আমিনুল ইসলাম বলেন আজ সোমবার দুপুরে মাধক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এবং
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।