• Uncategorized

    মোহনপুর নৌপুলিশের অভিযানে ৬ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৩:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো. তুহিন ফয়েজঃ

    মোহনপুর নৌপুলিশের অভিযানে সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর,মোহনপুর,জহিরাবাদসহ বিভিন্ন স্থানের মেঘনা নদিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ৷জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ৷মতলব উত্তরের মেঘনায় ঝাটকা রক্ষা অভিযানে মোহনপুর নৌপুলিশ ফাড়ীর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. হোসেন সরকারের নেতৃত্বে এসআই মো. রিপন প্রধানসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেন পুলিশ ৷

    মতলব উত্তরের ষাটনল হতে লক্ষীপুরের চরআলেকজেন্ডার পর্যন্ত মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল ২ মাস ঝাটকা নিধন বন্ধঘোষনা করাহয়েছে ৷
    মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. হোসেন সরকার বলেন,১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন নিষিদ্ধ করা হয়েছে ঝাটকা রক্ষায় আমাদের অভিযান অব্যাহ আছে নিষেদাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে কোন জেলে মেঘনা নদীতে ঝাটকা দরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঝাটকা রক্ষায় মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ