• শুভেচ্ছা বার্তা

    মোহনপুরে ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন: এমপি আয়েন উদ্দিন

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৩:৫০:৪০ প্রিন্ট সংস্করণ

    শান্ত সরকার-মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

    গতকাল ৩০ শে মে মঙ্গলবার বেলা১২ ঘটিকার সময় এই মাদ্রাসার ভবনটি উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কারী সংস্হা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়।বাস্তবায়ন সহযোগী সংস্হা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্তকেদার ডিগ্রি কলেজের প্রভাষক শাহাজাহান আলী।পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ গোলাম মোস্তফা। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন,রাজশাহী-৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আয়েন উদ্দিন এমপি।

    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সবুর মাস্টার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম তোতা।এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব বাবু, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড,শাহিন শাহ, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোর্শেদ আলী খান, পবা উপজেলার যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ,

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমীর আলী দেওয়ান,ও উপ-সহকারী প্রকৌশলী তোহিদুজ্জামান সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা। আরো ছিলেন বসন্তকেদার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল হালিম,ওয়ার্ড যুবলীগের সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক মাহাবুল আলম,বিশিষ্ট ব্যাবসায়িক তাজউদ্দিন আহমেদ তাজ,সমাজসেবক মঞ্জিলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তব্যে প্রধান অতিথি এমপি আয়েন উদ্দিন বলেন,যে দেশে আওয়ামীলীগ ক্ষমতায় আছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে, সেই দেশে মসজিদ, মাদ্রাসার ইসলামিক শিক্ষা ব্যবস্হা উন্নত হবেই।এই শিক্ষা ব্যবস্হা এত উন্নতি হওয়া একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারনেই।শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি আরও বলেন, আমি মোহনপুরের সন্তান, পবা মোহনপুরের সার্বিক ভাবে উন্নয়ন করায় আমার লক্ষ্য। মাদ্রাসার শিক্ষা গ্রহন করার পাশাপাশি তোমাদেরকে মানবতার শিক্ষা শিখে দেশের উন্নতির কথা ও দশের কথা ভাবতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ