মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ.পি.ভি.) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীসহ ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা যে কোন কিশোরী এ এইচ.পি.ভি. টিকা নিতে পারবে। সাধারণত স্বাস্থ্য কর্মীরা কিশোরীদের এ টিকা দিবেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিক্ষা-প্রতিষ্ঠান সহ অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে।
উক্ত ক্যাম্পেইনে মতামত প্রদান করেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আরিফুল কবির, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, ডা. তৌহিদ ইসলামসহ উপজেলার কর্মকর্তারা। সকলে মোহনপুর উপজেলার কিশোরীদের টিকা গ্রহণ নিশ্চিত করার বিষয়ে কাজ করার অঙ্গিকার করেন। এছাড়া ক্যান্সার প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে নানা পরামর্শ প্রদান করেন তারা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.