প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৯:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে গেছে। একারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেন মোহনপুর উপজেলার ট্রাফিক পুলিশের সদস্যরা।
তবে সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মোহনপুর সদরের পাশেসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ট্রাফিক চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় মহাসড়কে চলাচল করা সকল ধরনের যানবাহন চালকদের থামানো হয় ও তাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন তিনি।
এসময় যাদের কাগজ পত্র সঠিক থাকে, তাদের তিনি রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আর যাদের কাগজ পত্র পরীক্ষা করে সঠিক প্রমাণ না হলে ও বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিহিত না থাকলে তাদের ট্রাফিক আইনে জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ যানবাহন জব্দ করে থানায় নেওয়ার ব্যবস্থাও করেন তিনি।
ট্রাফিক চেকপোস্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, টিএএসআই বাবলুর রশিদসহ ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, সড়কে অবৈধ যানবাহনের কারনে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে ভুটভুটিসহ অবৈধ যানবাহন যেন মহাসড়কে না চলাচল করে। জন-সাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টেসহ বিশেষ চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।