• Uncategorized

    মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাবের ১৫ বছর পূর্তি  উপলক্ষ্যে খেলাধুলা সহ বিশেষ আয়োজন

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ১:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাবের ১৫ বছর পূর্তি  উপলক্ষ্যে খেলাধুলা সহ বিশেষ আয়োজন

    মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাবের ১৫ বছর পূর্তি  উপলক্ষ্যে ফাইনালে ” মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাব” বনাম বনকূয়া একাদশ “এর মধ্যেকার  খেলায় বড় ব্যবধানে  মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাব  জয় লাভ  করে, ২০২১ সালের প্রথম শিরোপা জয়।

    উক্ত খেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা জনাব,

    মোঃআব্দুল মতিন মাস্টার সাহেব ( জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি) ও সভাপতি হিসাবে ছিলেন  জনাব মোঃ মোছাইদুল ইসলাম মোল্লা (উজ্জ্বল) যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ২নংমেদুয়ারী ইউনিয়ন শাখা উদ্ভোদক হিসাবে  ছিলেন জনাব, মোঃ সোহেল মোল্লা

    সভাপতি সেচ্ছাসেবক লীগ ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ২নং  মেদুয়ারী ইউনিয়ন পরিষদ ।এবং আরো উপস্থিত ছিলেন  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দ এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোল্লাবাড়ী গোল্ডেন ক্লাবের পক্ষথেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ