নিউজ ডেস্কঃ
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে বেসরকারি হাসপাতালে ফেলে পালিয়েছেন স্বামী। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।দীর্ঘ ২২ দিন হাসপাতালে থাকার পর মালদা জেলা পুলিশের তৎপরতায় নবজাতক ও তার মাকে নার্সিং হোমে রাখা হয়েছে। এদিকে পলাতক স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ওই নারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম পূজা মার্ডি।
তার বয়স ২১ বছর। স্বামীর নাম সুরজ বেসরা। তিনি পেশায় শ্রমিক। তার বাড়ি বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে প্রেম করে বিয়ে হয় পূজা এবং সুরজের। ১২ নভেম্বর প্রসব যন্ত্রনা নিয়ে মালদহের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর থেকেই ওই বাড়ির লোক আর দেখতে আসেননি তাকে। ২২ দিন ধরে ওই হাসপাতালেই ছিলেন তিনি।
এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তার পরিবারের লোক পুত্র সন্তান চেয়েছিলেন। কিন্তু কন্যা সন্তান হওয়ায় তাকে হাসপাতালে ফেলে চলে গিয়েছেন। ঘটনা শুনে আর ওই নারী অসুস্থ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ২২ দিন ধরে তার চিকিৎসা করে। এরপর পুলিশের উদ্যোগে ওই নারী এবং তার সন্তানকে হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.