• রাজশাহী বিভাগ

    মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবীতে রামকৃষ্ণপুর ২নং ওয়ার্ডে প্রতিবাদ সভা

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ২:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি:

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণ পুর ইউনিয়ন বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবীতে ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৩মার্চ) বিকেল ৪টার সময় ইউনিয়নের জালশুকা বাজারস্থ জালশুকা এবাদত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠিতব্য প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলা, উপজেলা, থানা,পৌর,ও ইউনিয়ন সহ সকল পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে যোগ্য ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনতে হবে। কিন্তু সলঙ্গা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ইউনিয়ন বিএনপি’র ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের চোখে ধুলি দিয়ে থানা ও জেলার নেতৃবৃন্দ পকেট কমিটি দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে।

    যদি আমাদের ইউনিয়নে গনতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল না দিয়ে পকেট কমিটি দেওয়া হয় তাহলে এই ইউনিয়নের সকল সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হবে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।উপস্থিত নেতৃবৃন্দ মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে অতি দ্রুত কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

    এসময় যুবদলের সাবেক সভাপতি আঃ আলীম খোন্দকার,থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আলহাজ আলী, সদস্য লেবু তালুকদার,থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাবু, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ