প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ১২:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুর জেলার মটর শ্রমিক ইউনিয়নে চলছে ত্রিবার্ষিক ভোট গ্রহণ। ২৭/০৩/২২ রোজ রবিবার চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা হতে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সেখানে এসে শোনা গেছে খুব ভালো ভাবে ভোট গ্রহণ চলছে। এখানে পুলিশের নিরাপত্তা ও আছে অনেক। সারাধাণ মানুষ সতস্ফুর্ত ভাবে ভোট দিচ্ছে বলে জানা গেছে।
ভোটে ক্যান্ডিডেট হিসেবে দাড়িয়েছে সভাপতি পদে, তাদের নাম এবং মার্কা নিচে দেওয়া হলো।
(১) আহসান হাবীব সোনা। মার্কা(চেয়ার) (২)এম এ কুদ্দুস
মার্কা (বাস) (৩)সৈয়দ সোহেল (ফুটবল)।
কার্যকরী সভাপতি পদে রয়েছেন।
(১)মোঃ উজ্জ্বল হোসেন(হাতপাখা) (২)নজরুল ইসলাম নজু(উড়োজাহাজ)
সহ সভাপতি পদে রয়েছেন।
(১)আলমগীর হোসেন শিলন(ছাতা) (২)মাহবুব হোসেন (গোলাপ ফুল) (৩)মোঃ শাহীন আলী টুটুল (বাজ পাখি)
সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
(১)মোঃ মতিয়ার রহমান ( ডাব)
(২)মনিরুল ইসলাম মনি(বাল্ব)
যুগ্ন সম্পাদক পদে রয়েছেন,
(১)আমিরুল ইসলাম(তরবারি)
(২)নজরুল ইসলাম (কলসি)
(৩)সাখাওয়াত হোসেন সবুজ (মোবাইল ফোন)
কোষাধ্যক্ষ পদে রয়েছেন
(১)আজিজুল হক( কাপ পিরিচ)
(২)আফসারুল হোসেন( হ্যারিকেন)
(৩)মোঃ মিন্টু মিয়া( চাঁদ তাঁরা)
উপরোক্ত ব্যক্তিগত গুলো সব মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভোটার ক্যান্ডিডেট।
প্রতিটা ক্যান্ডিডেটের আশ, হার-জিত থাকবেই কিন্তু ভোটটা যেন সুন্দর এবং সুষ্ঠভাবে হয়। একদিনে শেষ হয়ে যাবে আজকের নির্বাচন।