প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৩:১১:৫৪ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি দীনদ্বত্ত ব্রীজের মাঝা মাঝি দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে । এ ঘটনায় সাইফ আব্দুল্লাহ (২৭) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত সাইফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসক।
নিহত আব্দুর রহমান মেহেরপুর শহরের কাশারীপাড়ার সাদেক মোল্লার ছেলে। তিনি আউটসোর্সিয়ের কাজের সাথে জড়িত ছিলেন। আহত সাইফ আব্দুল্লাহ গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। অপরদিক থেকে আহত সাইফ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসছিলো।
পথিমধ্যে আমঝুপি বিএডিসি ফার্মের কাছে পৌছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল দুটিই দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং গুরতর আহত সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।