আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ফজলে নূর তাপস দুইদিনের মধ্যে কোরবানী শেষ করার জন্য নগরবাসীর প্রতি যে আহ্বান করেছেন তা দূরভিসন্ধি বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
আজ এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর ঈদে তিনদিন পরযনত পশু কোরবানীর বিধান ইসলামী শরীয়াহ স্বীকৃত। সেখানে তিনি দুইদিনের মধ্যে কোরবানী শেষ করতে যে আহ্বান জানিয়েছেন তা তার ইসলামের বিধানের বিরুদ্ধে দূরভিসন্ধি বলেই মনে হয়। তিনি বলেন,
বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এ ধরনের আহ্বান নতুন ষড়যন্ত্র কিনা তা ভাববার দাবি রাখে। তিনি বলেন, তিনদিন পরযনত কোরবানী চলবে (ঈদের দিন তারপর ২দিন) অর্থ্যাৎ জিলহজ্জের ১২ তারিখেও পর্যনত পশু কোরবানীর বিধান আছে। সে মতে দেশের ধর্মপ্রাণ মুসলমান পশু কোরবানী করবে, ইনশাআল্লাহ
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ইতিমধ্যে মেয়র তাপস ঢাকা সিটির অনেক পুরোনো মসজিদ তিনি ভেঙ্গে ফেলেছেন। এছাড়াও অনেক ইসলামবিদ্বেষীর পরিচয় দিয়েছেন। আলেম-ওলামা বিদ্বেষী। কাজেই আল্লাহর বিধান ৩ দিন পযর্ন্ত কোরবানীর পশু জবাই চলবে। কারো কথা কান দিয়ে আল্লাহর বিধান স্বতস্ফুর্তভাবে পালন করে যাওয়ার জন্য তিনি ঢাকা মহানগর সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.