এমএ কাইয়ুম(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে "মানবতার অভিযাত্রার অগ্রগামী"মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আবহমান বাংলা মিলনায়তনে আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম খানের সভাপতিত্বে ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সেলিম খান জুয়েল এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নির্মলেন্দু গুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভয়েজ অফ আমেরিকার সংবাদ পাঠিকা গণমাধ্যম ব্যক্তিত্ব শামিম চৌধুরী, সূর্য দিঘলবাড়ির নির্মাতা মসি উদ্দিন শাকিল, মেঘনা ব্যাংকের সাবেক এমডি জহুরা বেগম,আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক কাজী আফিয়া বেগম।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হেদায়েত হোসেন,চুড়াইন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আঃলীগের কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন, কৃষকলীগের সাধারন সম্পাদক রঞ্জিত মল্লিক,মদনখালী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বাহার উদ্দিন বাহার,খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিস চন্দ্র সরকার, মেধাবী শিক্ষার্থী সাদিয়া শ্রাবন্তী খান শশি,মদনখালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাফিয়া ইসলাম, চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুর্তজা আনামসহ অন্যান্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সামাজিক,গণমাধ্যম, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মেধাবী ছাত্রছাত্রীরা।এসময় উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়, মদনখালী উচ্চ বিদ্যালয়, শিবরামপুর উচ্চ বিদ্যালয়, সিরাজদিখানের খারশুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উপজেলার চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়, চুড়াইন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৪০ জন এবং মেধাবৃত্তি ১৪ জন মোট ৫৪ জন ছাত্রছাত্রীদের মাঝে প্রধান অতিথি উপহার তুলে দেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.