মো.তুহিন ফয়েজ:
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব গামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ থেকে রাত ৯ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ নামে লঞ্চটি মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসার পরপরই ডাকাতির কবলে পরে। এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় অনেক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ডাকাতরা লঞ্চে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে ৷
এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার জানান, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার গজারিয়া এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ডাকাত দল ১০০-১৫০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।ডাকাতির ঘটনায় লঞ্চের মাস্টার আঃ হামিদ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন ৷
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.