আসিফ খন্দকার:
পুরো নাম রেহানা ইয়াসমিন গ্লোরী,ডাকনাম গ্লোরী।
বাবা এস.এম ফজলুল করিম,মা সুলতানা রাজিয়া।
পড়াশুনা করছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি,বাংলাদেশ (IUB) তে। মিরপুর ১ এ বসবাস। কিভাবে একজন মেক আপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু এই প্রশ্নের জবাবে গ্লোরি বলেন,"এইদিকে যাত্রা শুরু আসলে বেশ আগে থেকেই,আর্ট,মেকওভার,ফেইস আর্ট এইগুলা ক্লাস 8/9 থেকেই করা শুরু।প্রথমত প্যাশন ছিলো,
এখন সেটা দায়িত্বে পরিণত হয়ে গেছে। সবার জোরাজোরিতে ছোট্ট একটা মেকওভার পেজ খুলেছি কয়েক মাস আগে।নতুন পেজ হিসেবে বেশ ভালোই রেসেপন্স পেয়েছি,অনেক প্রশংসা,ভালোবাসা,সাপোর্ট পেয়েছি। আর সত্যি বলতে এই অব্দি সবথেকে বড় প্রাপ্তি এগুলোই।সচরাচর কেও ফেস আর্ট না করলেও ইদানীং বেশ অনেক মেকওভার এর ক্লায়েন্ট থাকে।এখন অনেকে ফেস আর্ট/বডি আর্টও করতে চাচ্ছে,আশা করি ভবিষ্যৎ এ আরো অনেক কাজ করবো এই নিয়ে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গ্লোরি বলেন এখন আমি ইন্টারন্যাশনাল ডিপ্লোমা কোর্স করছি মেকাপ নিয়ে।পড়াশুনার পাশাপাশি একটা স্টুডিও দেবার ইচ্ছা তো আছেই।সুযোগ এবং সাপোর্ট পেলে ইনশাআল্লাহ্ আরো ভালো কিছু করে দেখাবো।দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে গ্লোরির জন্য রইলো অনেক শুভ কামনা।।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.