• Uncategorized

    মুসাফিরের বালাখানা-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্সঃ

    মুসাফিরের বালাখানা
    লেখকঃ শিহাব আহম্মেদ

    কেউ থাকবেনা তো এই সুন্দর পৃথিবীতে
    হৃদয় ভাঙার গান একদিন গাইবে সবাই!
    চোখের কোনে হাজার নদীর স্রোত বইবে,
    বিস্মৃত হবে হাজার জনমের স্বপ্ননুড়িতে!

    পৃথিবীর প্রেমসুধা খতম হবে জনমের তরে
    ছেড়ে যেতে হবে একদিন ভালোবাসা ছেড়ে!
    স্বামী সন্তান স্ত্রী বাবা মা বন্ধন ভেংগে দিয়ে,
    পরাণ পাখি উড়াল দেবে একদিন অচিনেতে!

    কেউ থাকবেনা একদিন এই কোলাহল ভীড়ে
    বুকে জমানো লালিতস্বপ্ন ভেংগে খানখান হবে!
    তীল-তীল করে সাজানো আগামীর মৃত্যু ঘটবে
    জান্নাত জাহান্নাম সার্বজনীন বর্তমান হয়ে রবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ