• Uncategorized

    মুমূর্ষু রোগী

      প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ১২:৩২:১১ প্রিন্ট সংস্করণ

    অাঘাতে অাঘাতে জর্জরিত হয়ে
    সবার গ্লানি মাথায় নিয়ে,
    দেশ হয়েছে মুমূর্ষু রোগী
    মানুষ হয়েছে তাই ভুক্তভোগী।

    জীবনে অনেক কিছু বাঁকী ছিলো কবিদের
    দেওয়ালে টাঙ্গানো হরেকরকম ছবিদের,
    তোলপার উঠে বুকের বাম পাশে
    সবুজের মাঝে বাস করে কালো বিড়াল যে।

    ঝলসে গেছে চারিদিকের অাবহাওয়া হিংসাতে
    পিঁয়াজগুলো বস্তায় পঁচে-গলে অবশেষে গেলো নদীতে,
    পিঁয়াজের ঝাঁজ যায় না ত গরীবের পেটে
    এসিডের জ্বালা-যন্ত্রনা হলোনা অার পোহাতে।

    শান্তনার বাণী বুকে নিয়ে রইলো অাগামী দিনেতে
    নতুন করে ফসল বুনে তুলবে স্ব-যত্নে ঘরেতে,
    দেখবে চেয়ে করবে সবাই প্রশংসা মুচকি হেসে
    মেরুদন্ড সোজা করে মাথা উঁচু করবে মাথার ঘাম পা’য়ে ফেলে।

    বাঙ্গালি সব পারে দেশের জন্যে
    জীবন নিতে ও দিতে খুব সহজে,
    হউক’না দেশটা মুমূর্ষু কেংবা যাঁতাকল
    কিছু করার কারো কি অাছে বল???

    সব দায়িত্বভার এখন ঐ নীড় হারা কবিদের
    যাদের নেই কোন পাঠশালা বা কবিমহল,
    মিলবে কি ঠাঁই তাদের কয়েক শতক জমির দখল
    সেখানে গড়ে উঠবে নিত্য-নতুন বিবেক-বুদ্ধির মঙ্গল।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ