প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ২:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ
মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ শ্রীনগরে উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার, স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ষোলঘর বাজার কমিটির সভাপতি মহাদেব সাহা প্রমূখ।