• Uncategorized

    মুন্সীগঞ্জে ৩৫০ কেজি জাটকা মাছ জব্দ

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জে ৩৫০ কেজি জাটকা মাছ জব্দ

    মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজের নিচে ফারহান-২ নামের একটি লঞ্চ থেকে ৩৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন। রোববার ভোর রাত ৪ টার দিকে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলা মৎস্য অফিস ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের পুলিশ ফারহান-২ নামের রাজধানী গামী একটি লঞ্চে অভিযান চালায়। এসময় ৩৫০ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। মাছগুলো ভোলা থেকে রাজধানীতে বিক্রির উদ্দ্যেশে নেওয়া হচ্ছিল। জাটকাগুলো মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন লিল্লাহবোডিং, মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ