প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৬:০৯:৫২ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৭ হাজার ২৭৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ ফয়সা ল বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬০৪ ভোট।শনিবার রাতে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আরিফুল হক ভোটের ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের আব্দুর রাজ্জাক হোসেন পেয়েছেন ৮৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের অ্যাডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ৭৯৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের এম এ কাদের মোল্লা পেয়েছেন ২৯৮ ভোট। বাতিল হয়েছে ৫৬৩ ভোট। মোট বৈধ কাস্টিং হয়েছে ৩১ হাজার ৮৫২ ভোট।মুন্সীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৫৩ হাজার ৩৭৪ ভোট।