প্রতিনিধি ২৪ মে ২০২১ , ২:৫৫:৩৬ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে আধারা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১২ জন।
এ সময় হামলাকারীরা ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী হোসেন সরকারের ছেলে বাদলকে লক্ষকরে গুড়ি ছুড়লে সেই গুলিতে চারজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়।গুলিবিদ্ধরা হলেন, রোমান (১২), রিংকু (২২), ইকরাম (২৩), জব্বার (২৮)। এছাড়া ককটেল হামলায় আহত হয়, সম্রাট (৩২), রাহায়ন (২৫). মিলন (২০), রানা (২৩)। এ ঘটনায় তিনটি তাজা ককটেল উদ্দার করে পুলিশ।