প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১২:০৬:১৫ প্রিন্ট সংস্করণ
মুখোশ মানব
লেখকঃ সানী মুফতি
অন্তরে যাদের বিষ
তারাই করে ফিসফিস
হেসে হেসে বুকে মারে
ছোবল !
কথার মারপ্যাঁচ এ ওরাই সবল!
স্বার্থের প্রয়োজনে চাটে পা !
প্রয়োজন ফুরিয়ে গেলে এবার যা!
মাথায় থাকে কুচিন্তা!
ওদের নেই দুশ্চিন্তা!
রং বদলায় ক্ষনে ক্ষনে!
ঘুরে ফিরে যায় জনে জনে!
এমন স্বভাব আছে যার
একশ হাত দূরে থাকুন
তার!