• সাহিত্যে

    “মিথ্যা সাক্ষ্য” কবিঃ শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৯:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ মিথ্যা সাক্ষ্য
    কবিঃ শাহনেওয়াজ শাহ্

    মহাপাপের সেরা পাপ
    মিথ্যা সাক্ষ্য দেওয়া,
    জাহান্নাম ওয়াজিব হয়
    মিথ্যা সাক্ষীর নিমিত্তে।

    অর্থ পূজারী লোকে
    মিথ্যা বলে হয়রানি করে,
    তার ফলস্বরূপ জাহান্নামে
    তাকে পেরেশান হতে হবে।

    কর্মক্ষেত্র নাই যার
    হয়ে গেছে সালিশদার,
    মিথ্যা কথা বলে বেড়াই
    সে পেশাদার মিথ্যাচার।

    সত্য কথা কেহ বললে
    তার শুনতে তিতা লাগে,
    মুখটাকে কালো করে
    সত্যকে এড়িয়ে চলে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ