প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৬:০০:১৪ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
ফুফুর বাড়ীতে মা ও দাদীর সাথে বেড়াতে এসে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কে মা ও দাদীর সামনে রাস্তার দৌড়ে পার হওয়ায় সময় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৬ বছর বয়সি শিশু সফিকুল নিহত হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, শিবরামপুর গ্রামের বাসিন্দা এরশাদের স্ত্রী নিহত শিশুর ফুফু জরিনা বেগমের বাড়ীতে মা ও দাদীর সাথে বেড়াতে এসে নিজ বাড়ীতে ফেরার জন্য শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোড়ে মা ও দাদীর সামনে দৌড়ে অটোভ্যানে উঠার উদ্দেশে রাস্তার এপার হতে ওপার যাওয়ার পথে পিছন থেকে গাইবান্ধা অভিমুখি সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশু সফিকুল (৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন৷
নিহত শিশু সফিকুল (৬) পলাশবাড়ী উপজেলার বড় গোপালপুর গ্রামের আইয়ূব আলী ও শাবানা দম্পত্তি ‘র পুত্র।
সড়ক দূর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।