• সাহিত্যে

    “মায়ের কল” কলমে-আরবান ইমন

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

    মায়ের কল
    কলমে-আরবান ইমন

    বাবা তুই আসিস কেমন
    ভালো আসিস কি না বল
    অনেক দিন পর জ্বর সেরেছে রে..
    তবে শরীর টা দূর্বল
    আমার জন্য করিস না চিন্তা
    আমি ভালো আছি
    তোর বাবা তো চলে গেল
    আমি শুধু বাকি
    অনেক দিন তোর সাথে কলে হয়না কথা
    তাইতো তুই কল দিলে ঠিক থাকেনা,মাথা
    আমায় কবে নিয়ে যাবি
    লাগে বড় একা
    ফোনটা,মনে হয় কেটে গেল
    নাকি কেটে দিলি খোকা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ