প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৩৮:৩৮ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-মায়াপুরীতে মায়া নেই
লেখকঃ শিহাব আহম্মেদ
কোথাও শান্তি নেই যন্ত্র সভ্যতার যুগে
কষ্টেরা জমা আছে অবহেলায় অযত্নে!
শেওলা পড়া ইট পাথর ভালোবাসাহীন
স্বার্থবাজ মানুষগুলো যেনো হৃদয়হীন!
শুন্যতায় ভরা যেনো ভালোবাসার ঘর
লোভের লালসায় চাপা পড়েছে স্বপ্নসুর!
হিংস্রতায় মোড়ানো স্নেহ মমতার বাধঁন,
স্বার্থে বন্দি যেনো সনাতনী সুখের সাধন।
কঠিন থেকে কঠিনতর যাপিতজীবন
করুনাও যেনো উধাও শুধু স্বার্থবিহন!
নিদ্রাহীন চোখের কোনে যে লোনাজল
লাভে বন্দি যেনো সব প্রেমের জনগণ!
এই নগর শহরে প্রতিদিনই খুন-গুম হয়,
উন্মুক্ত লালসায় রক্তের আজব খেলাময়
শহুরে প্রেম যেনো অভিশপ্ত রপ্ত অভিনয়
বিপন্ন সভ্যতা চুরমার যে শান্তি সুখময়!
লোভ লালসার মাঝে মুছে যাক স্বার্থ
এই শহরে শান্তির সেতু নির্মাণ হোক!
ভালোবাসায় ভরে যাক প্রতিটি নগর,
স্নেহ মমতার ঝড় উঠুক প্রতিটি বাসর!