• Uncategorized

    মাহে রমজান-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৪ মে ২০২১ , ১০:১৯:১২ প্রিন্ট সংস্করণ

    মাহে রমজান
    কলম-লেখকঃ শিহাব আহম্মেদ

     

    স্বাগতম সু-স্বাগতম
    হে মাহে রমজান
    হৃদয় জুরে মুমিনের ঘরে ঘরে
    এলো আবার মাহে রমজান ।

    একটি মাস ত্রিশটি দিন
    রহমতে হয়েছে রঙ্গীন
    বিগত দিনের হিসাব ভুলে
    এসো মুমিন ইবাদতের খাতা দি খুলে ।

    যত আছি মহাপাপী
    দু-হাত তুলে চাই গুনাহ মাফি
    যেন কেউ করিনা কৃপণা
    এসো করি গুনাহ মাফের প্রার্থনা।

    এই রজনী এই দিনময়
    বারে বারে যেন ফিরে ফিরে পায়
    ত্যাগে মহিমায় মার্জনা কর
    ওগো দয়াময় ওগো দয়াময় ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ