• Uncategorized

    মাস্ক পড়লে ফুল, না পরলে জরিমানা

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানিকগঞ্জের সাটুরিয়ার হাট-বাজারে অভিযানে নেমেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

    বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি সাপ্তাহিক হাটে অভিযান চালাচ্ছেন। এই অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে আগত মাস্ক পরিহিত ক্রেতা বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সাথে তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক।

    অপরদিকে যারাই হাটে বাজারে মাস্ক বিহীন চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। অভিযান চলাকালীন সময় পর্যন্ত ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এমন উদ্যোগে নেওয়া হয়েছে। জনসচেতনতায় এই অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ