প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ-মতলব উত্তর (চাঁদপুর):
করোনা’র সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক মতলব উত্তর উপজেলার ষাটনল, ছেংগারচর বাজার ও নন্দলালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ।
এসময় মাস্ক পরিধান না করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫শ’ টাকা করে ১হাজার টাকা অর্থ দন্ড প্রদান ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।করোনা’র দ্বিতীয় ঢেউ এড়াতে সকলকে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করতে অনুরোধ করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।