প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ৫:১১:৩৭ প্রিন্ট সংস্করণ
আরিয়ান রাকিব:
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি Nirab Hossain (নিরব হোসেন) আমাদের The Man Company Bangladesh এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। Marcella Distribution Ltd ( মার্সেলা ডিসট্রিবিউশন লিমিটেড ) উপমহাদেশের স্বনামধন্য এই কোম্পানিটি বাংলাদেশে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি মনে করে, Nirab Hossain মাধ্যমে বাংলাদেশের পুরুষদের আরও অত্যাধুনিক প্রেজেন্টেশনে ভূমিকা রাখতে পারে এবং মার্সেলার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে TheManCompany এর পণ্যের প্রচারে সহায়তা করবে। আমাদের বিশ্বাস উভয় পক্ষের ভবিষ্যৎ যাত্রা অত্যন্ত ফলপ্রসূ হবে।।