• রাজনীতি

    মান্দায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩১:১৭ প্রিন্ট সংস্করণ

    তৌকির আহমেদ (মান্দা),নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমিনুল ইসলাম সভাপতি ও সজিব হাসান মিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চককামদেব বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবদুল ওহাব। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান গোলাম আজমের উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য দেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজা উদণ্ডদৌলা প্রামাণিক বিপ্লব, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল আলিম, ইউপি চেয়ারম্যান আবদুস সালাম ও আনিছুর রহমান, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিমুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবদুল ওহাব হীরা, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান ও ইমাজ উদ্দিন মন্টু, আত্র্ইা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মিতু মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল হাবীব মারুফ, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ। শেষে আমিনুল ইসলামকে সভাপতি, সজিব হাসান মিতুকে সাধারণ সম্পাদক ও জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ