প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৪:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ
কবিতা: মানুষ রুপী
কবি-শিহাব আহম্মেদ
হে মানুষরুপী আমাকে হত্যা করো ,
পশুর মতো খাবলে খাও আমার যকৃত,
ক্রুশবিদ্ধ করে লটকে রাখো ব্যস্ত রাজপথে ;
উলঙ্গ করে সেঁটে দাও দুরন্ত এক প্ল্যাকার্ড!
হে মানুষরুপী তান্ডবলীলা চালাও,
আমার প্রশস্ত বুকের হৃদপিন্ড বরাবর ;
সেখানে গোটা গোটা হরফে লিখে দাও –
‘দেশদ্রোহী এক অমানুষের বাচ্চা ! ‘
চেতনার ফেরিওয়ালা চামচিকাগুলা..
হে মহান রাষ্ট্রের চরম ধিকৃতরাজ !
তোমাকে প্রতিশ্রুতি দিতেই হবে আজ
আমার ত্যাগে – আমাকে হত্যায়-
শর্তহীন মুক্তি পাবে আমার সন্তানরা !
এই পলিময় বাংলার প্রতিটি জনপদ ,
অলি গলি আর পাকস্হলি মুক্তি পাবে
তাদের জন্য হবে নিশ্চিন্ত এক ভূমি!
হে নিকৃষ্ট মানুষরুপী আমাকে খুন করো,
আমি পরাধীনতার জংধরা সেকেলে পেরেক
হাস্যোজ্জ্বল মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত !
আমার চোয়াল বরাবর গেঁথে দাও দুঃখের সুট
ডজন খানেক বেরসিক আততায়ী ছোড়া বুলেট ,
হাতপা বেঁধে ভাসিয়ে দাও – নর্দমার ভাগাড়ে ।
হে হিংস্র মানুষরুপী হায়েনা শুধু প্রতিশ্রুতি দাও ,
আমার সন্তানরা পাবে নিচ্ছিদ্র নিরাপত্তা !
ছোপছোপ রক্ত ভেসে উঠবেনা নিথর অবয়বে ।
ওদের নিরেট খুলির মেধাবী মস্তিষ্ক –
খুবলে খাবেনা শুয়োর আর হায়েনার পাল !
হে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষরুপী মানব সন্তান
তুমি তো পঁচে গেছো বহু আগেই !
আমিও তোমার সাথে নষ্ট হয়ে,পঁচে গিয়ে –
চিরমুক্ত করতে চাই আমার ভবিষ্যৎ প্রজন্মকে !