পাবনা প্রতিনিধি:
আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে সুজানগরে সহিংসতায় দিন দিন বাড়ছে।সুজানগরে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলামের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস আলী মল্লিক ৩ সমর্থক গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন,বনকোলা গ্রামের মিলন খানের ছেলে মোতালেব (৩৭), আব্দুল মজিদের ছেলে সাগর (৩৫) ও মৃত আব্দুর রহমান খানের ছেলে ফজলু(৫৫)।আহত মোতালেবের অবস্থা অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্বাস আলী মল্লিক অভিযোগ করে বলেন,রাত আনুমানিক ৮ টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা অতর্কিতভাবে বনকোলা বাজারে এসে আমার সমর্থকদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে ও আমার নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর করে।এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম বলেন, আমার সমর্থকরা নৌকা নিয়ে মিছিল করতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়।এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই ঘটনা শুনার পর পর ঘটনা স্থলে গিয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.