প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২০ , ৫:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ
এবিএস সোহাগ-পাবনা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গত ১৩ নভেম্বর রোজ শুক্রবার মোটর শোভাযাত্রা করেছে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্বাস আলী মল্লিক। ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন তিনি।
মোটর শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকার বোনকোলা , ক্ষেতুপাড়া, মানিকহাট, উলাট, খড়ান, রাইপুর, মাছপাড়া গ্রাম সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান। আব্বাস আলী মল্লিক আরো বলেন আমি ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামীলীগ রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো। তিনি মানিকহাট ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করেছেন।
সাথে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।