প্রতিনিধি ৩ আগস্ট ২০২২ , ১০:০৮:১৪ প্রিন্ট সংস্করণ
শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় এক মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে দেখা যায়, এই মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উপজেলার বিভিন্ন ব্যাক্তি তার মুখ চিনে থাকলেও, কেও হইত জানতে পারেনি তার মূল পরিচয়। ঝিনাইগাতি থেকে গজনী-অবকাশ যাওয়ার রাস্তায় পরিচয় না জানা এক মানুষিক ভারসাম্য হীন ব্যক্তিকে কে বা কাহারা গভীর রাতের আধারে এক্সিডেন্ট করে গুরুতরো আহত অবস্থাই রাস্তাই ফেলে চলে যায়।
সকালে নওকুচি গ্রামের স্থানীয় জনগণ খবর পেয়ে নওকুচি বাজারের গ্রাম্য ডাক্তার কাছে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করে। নওকুচি গ্রামের সাবেক মেম্বার ও এলাকাবাসী জানায় তাদের আওতাধীন তার চিকিৎসা এখনো চলমান রয়েছে এবং পরিচয় না জানা এই ব্যাক্তির এখনো কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাইনি। তারা আরো জানান যদি কোন ব্যক্তি তার পরিবার ও আত্মীয় স্বজনদের পরিচয় জেনে থাকেন। তাহলে তাকে তার পরিবার ও নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে পৌছে দিতে এগিয়ে আসোন।