• Uncategorized

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় প্রধান হলেন-সুজন চন্দ্র লস্কর 

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

    MSF-News Rome:

    MSF এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান “সাংবাদিক ও লেখকঃ শিহাব অাহম্মেদ প্রাং” তিনি বলেন MSF এই মানব সেবায় নিয়োজিত সকলের জন্য অভিনন্দন শুভ কামনা করেন, মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন MSF এর বরিশাল বিভাগীয় প্রধান হলেনঃ সুজন চন্দ্র লস্কর’ “মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ” এই স্লোগান কে সামনে রেখেই অামাদের পথচলা একটি অরাজনৈতিক ও অাত্বমানবতা মূলক একটি সংগঠন MSF।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বৃন্দ তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ MSF কমিটির দায়িত্বে তার সেবা মূলক কার্যকম পরিচালনা করার জন্য দীর্ঘঅায়ু সহ তার সার্বিক মঙ্গল কামনা করেন সবাই যেনো MSF এর এই  অাত্বমানবতা মূলক ও অরাজনৈতিক সংগঠন অারও যেনো উন্নয়ন হয় এবং অসহায়ত্বদের পাশে থাকতে পারে সর্ব সময়ে সবার পাশে।

    জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সবসময় আমাদের MSF টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শুধু মাত্র মানুষের জন্য নিঃস্বার্থভাবে অামাদের এই পথচলা তবে মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সকল সদস্য বৃন্দ দিবারাত্রি মানব সেবায় নিয়োজিত অাছে এবং সর্ব সময়ে আমরা সর্বদা আছি আপনাদের পাশে সর্ব প্রকার সমস্যায় অামরা ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবো । আপনার প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবী টিম সদাজাগ্রত।

    আমরা যেসকল কাজ নিয়ে গুরুত্বারোপ করছি-

    ১*রক্তদান

    ২*বাল্য বিবাহ্ রোধ

    ৩*শিক্ষা ব্যবস্থা

    ৪* খাদ্য দান

    ৫*চিকিৎসা প্রদান

    ৬*পরিবেশ রক্ষা

    ৭*অসহায়ত্বের কথা

    ৮*মাদকমুক্ত

    আমাদের এই সেবাগুলো সচল রাখতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

     

    ধন্যবাদান্তেঃ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (MSF)

    সদস্য হতে অাগ্রহীগণ যোগাযোগ করুনঃ

    মোঃ শিহাব অাহম্মেদ প্রাং

    প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (MSF)

    মোবা নংঃ ?01723-305390

    ?হেড অফিসঃ করিম টাওর্য়ার,অাদর্শ  নগর,মধ্যে বাড্ডা,গুলশান,ঢাকা-১২১২, বাংলাদেশ।

    সদস্য হতে অাগ্রহীগণ যোগাযোগ করুনঃ

    আহ্বানেঃ

    মোঃ শহিদুল ইসলাম

    কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (MSF)

    ?অাঞ্চলিক অফিস-১ঃ

    শহিদুলের মোড়,সদর, নওগাঁ

    মোবাইলঃ? 01713-776084

     

    সদস্য হতে অাগ্রহীগণ যোগাযোগ করুনঃ

    আহ্বানেঃ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন

    রংপুর বিভাগীয় প্রধান (MSF)

    ?অাঞ্চলিক অফিস-২ঃ

    তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্দা

    রংপুর বিভাগ, রংপুর।

    মুঠোফোনঃ ?01778-414173

    MSF-হটলাইনঃ ?01906-030302

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ