• Uncategorized

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর রংপুর বিভাগ এর সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    MSF-নিউজ ডেক্সঃ

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর রংপুর বিভাগ এর সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে,,,,

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে যারা কমিটি তে আসার জন্য ইচ্ছুক,,,, তাদেরকে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে বলা হলো,,

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) “মানুষের জন্য মানবতা, “মানবতার জন্যই মানুষ” এই স্লোগানকে সামনে রেখেই অামাদের অাগামী দিনের পথচলা  MSF নিস্বার্থ অাত্বমানবতা একটি সেবা মূলক সংগঠনের কাজ।

    জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সবসময় আমাদের টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু কভিড-১৯ নিয়েই কাজ করছি না,চিকিৎসার অভাবে যারা ভুগছেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে।

    চিকিৎসা সম্পর্কিত যে কোন সমস্যা আমাদের হট লাইনে কল দিন ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবো । আপনার প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবী টিম সদাজাগ্রত।

    ?যাদের রক্ত প্রয়োজন আমাদের সহযোগিতা নিন

    ?হাসপাতালে যারা ভর্তি হতে  চাচ্ছেন কিন্তু পারছেন না তারা আমাদের সহযোগিতা নিন।

    ?যারা প্লাজমা পাচ্ছেন না তারাও আমাদের সহযোগিতা নিন

    ? ডাঃ এর সাথে পরামর্শ পেতে আমাদের সহযোগিতা নিন।

    আমরা যেসকল কাজ নিয়ে গুরুত্বারোপ করছি-

    *রক্তদান

    *বাল্য বিবাহ্

    *শিক্ষা

    * খাদ্য

    *চিকিৎসা

    *পরিবেশ

    *অসহায়ত্বের কথা

    আমাদের এই সেবাগুলো সচল রাখতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

    আহ্বানেঃ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন

    বিভাগীয় প্রধান

    রংপুর বিভাগ, রংপুর।

    মুঠোফোন- ০১৭৭৮-৪১৪১৭৩

    হটলাইনঃ ০১৭২৩-৩০৫৩৯০

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ