• সাহিত্যে

    “মানবিক পুলিশ” কলমে-শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ৬:১০:৩৪ প্রিন্ট সংস্করণ

    মানবিক পুলিশ
    কলমে-শাহনেওয়াজ শাহ্

    আমরা যখন ঘুমিয়ে থাকি রাত্রিদুপুরে
    পুলিশ ভাই টহল করে পাড়া মহল্লাতে।
    কোথায় হচ্ছে চুরি ডাকাতি করে অন্বেষণ
    অসঙ্গতি রুখতে তারা করে কঠোর পরিশ্রম।

    জনগণের বন্ধু পুলিশ থাকে জনগণের পাশে
    সমাজে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে মাঠে।
    চুর-বাটপার, গুন্ডা-সন্ত্রাস হও এবার সাবধান
    পুলিশ ভাইয়ের হাতে পরলে দেখবে লাল দালান।

    সমাজদ্রোহী, দেশদ্রোহী, মাদককারবারী
    ধরে ধরে জেলা জেলা পাঠাই পুলিশ ভাইয়েরাই
    ঝগড়া বিবাদ মিটাতে পুলিশ সবার আগে ছুটে চলে
    নিজের জীবন বাজি রেখে রণক্ষেত্রে ঝাপিয়ে পড়ে।

    নাই শুক্রবার, নাই শনিবার, নাই যে পরিবার
    ইদ, পূজা, বড়দিনে ছুটি কিসের আবার।
    দেশটাকে ভালোবেসে কাটাই অহর্নিশ
    প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও রাজি।

    পুলিশ তুৃমি আমজনতার থাক হৃদয় মাঝে
    মানব সেবায় স্বর্ণপদক তোমার জন্যই বটে।
    মিটিং,মিছিল,সভাতে দেয় পুলিশ প্রটেকশন
    দেশের জন্য কত সুখ করে তারা বিসর্জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ