• Uncategorized

    মানবতার ফেরিওয়ালা বিপিডিএ ডাঃ এম এ রহিম মিয়া সাংগঠনিক সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রার্থনা। 

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ১২:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন–স্টাফ রিপোর্টারঃ

    আসন্ন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন -(বিপিডিএ) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিপিডিএ ডাঃ এম এ রহিম মিয়া সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী হিসেবে বিপিডিএ এর সংগ্রামী সহযোদ্ধাদের দোয়া ও ভালবাসা নিয়ে  নির্বাচন করার সিন্ধান্ত নিয়েছেন।

    তিনি বলেন, স্বাস্থ্য সেবায় সমাজ উন্নয়ন বিপিডি এর মূল লক্ষ্য। এই স্লোগান কে সামনে রেখে সেবায় আমরা সমাজ উন্নয়নে। দুর্ভোগ যেখানে আমরা সেখানে । তাই আমার মুল লক্ষ্য ৬৮ হাজার গ্রাম গন্জের অবহেলিত পল্লী চিকিৎসক দের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেই ঘরে ফিরবো। বিপিডিএ থেমে নেই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

    বিপিডিএ পিছনে যাওয়ার সিদ্ধান্ত দেয় না। পিছিয়ে নেই পেশাজীবি সংগঠন বিপিডিএ এগিয়ে যাবে সামনের দিকে ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ