প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৫:৩২:১৪ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্কঃ
গভীর রাতে মানবতার পাথেয় সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ গভীর রাতে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানবতার পাথেয় সংগঠন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা রাতের আঁধারে শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন।
গত শনিবার রাতে ঢাকার অন্তর্গত তেজগাঁও রেলওয়ে স্টেশন এর সংলগ্ন ট্রাক স্ট্যান্ড এরিয়ায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মানবতার পাথেয় সংগঠনের সভাপতি মোঃ নাঈম বিল্লাহ, সংগঠনের সহ-সভাপতি শাহ্ আহমদ রেজা, মোঃ রহমতুল্লাহ। অর্থ সম্পাদক মো:এমরান হোসেন শেফা, মো: ফাতিন রহমান।
আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক বৃন্দ ও অন্যান্য ব্যক্তি বর্গ। যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যগন। এই শীতের মৌসুমে প্রায় ১৫০ পরিবারের মধ্যে কম্বল, চাদর সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র পৌঁছে দিয়েছে সংগঠনটি। এ ছাড়াও বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও গৃহহীনদের গৃহনির্মাণে সহায়তা দিয়েছে সংগঠনটি।